সন্ত্রাসীদের গুলিতে নিহত বান্দরবানের জামছড়ি ইউনিটের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মংচউ মার্মা’র পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে আওয়ামী পরিবার ।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হল রুম প্রাঙ্গণে এ অর্থ তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং, সদস্য সচিব ওমর ফারুক, সদস্য মো: আজম ।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী বলেন, সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা মংচউ মার্মা নিহত হয়েছেন। আমরা সৌহার্দ্য পূর্ণ অবস্থান করতে চাই। সহানুভূতি স্বরুপ এ পরিবারের হাতে এক লক্ষ টাকা প্রদান করেছি। আমরা সব সময় তাদের পাশে থাকব, সহযোগিতা করব ।