কাপ্তাই সফরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম আজ শুক্রবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেন।

NewsDetails_03

এসময় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার মহোদয়কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন সহ এসময় জেলা ও উপজেলার পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার কাপ্তাই উপজেলায় অবস্থানকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন। পরে তিনি বেসরকারি উদ্যোগে নির্মিত শিলছড়ি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি ও পট হাউস এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন