বান্দরবানে পৌরসভা ও সদর উপজেলা শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় শ্রমিক লীগ বান্দরবান পৌরসভা ও সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জুন) সকালে জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা, পৌরসভা ও সদর উপজেলা শাখার আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুণ সারকী টাউন হলে গিয়ে সমবেত হয়।
পরে টাউন হল প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়, এসময় সম্মেলনের উদ্বোধন করেন জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মো.মুছা কোম্পানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিলন পাল এর সঞ্চালনায় ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক উনিহ্লা হেডম্যানের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা আগামী নির্বাচনে আবারোও আওয়ামী লীগ এর প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শ্রমিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।