বাংলাদেশ জাতীযতাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্প ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাঙামাটি জেলার বরকল উপজেলা যুবদল।
আজ রবিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ভুষনছড়া ইউনিয়নের এরাবুনিয়া বাজার চত্ত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়।
এদিন সকাল থেকে নদীপথে নৌযানে করে ব্যানার ফেস্টুন সহকারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
বরকল উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বেপারী। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুপ, যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা, সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, বরকল উপজেলা যুবদলের সদস্য সচিব পান্না মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মোঃ খলিলুর রহমান, শ্রমিক দলের মোঃ শাহ আলম ভান্ডারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সুমন, স্বাগত জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল লিটনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতারা।
বক্তারা বলেন, বরকল উপজেলার ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের ত্রাসের রাজত্বে বিগত পনের বছর বিএনপির উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের শতশত মামলা হামলায় জর্জরিত। এমুহুর্তে যখন সময় পাল্টেছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বলছে শেখ হাসিনা পালিয়ে গিয়ে তাদের এখন এতিম করে দিয়েছে। অনেকে সুযোগ নিতে চাচ্ছে বিএনপিতে যোগ দেওয়ার। এসব হাইব্রিড নেতাকর্মীরা যাতে দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মাঠ পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার আহবান জানিয়ে তারা বলেন, গত ১৫ বছরে দেশ উন্নয়নের নামে ফ্যাসিস্ট সরকারের দোসররা লুটেপুটে খেয়েছে। এরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এদের সব অপকর্মের বিচার এদেশের মাটিতে করতে হবে। বিএনপির কর্মকান্ড এমন হওয়া উচিত এদেশের মানুষ যেন বুঝতে পারে বিএনপি একটি মাটি মানুষের দল।