খাগড়াছড়িতে পুত্রের হাতে পিতা খুন

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় পুত্রের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার আনুমানিক বিকেলে উপজেলার জামতলী বাঙালিপাড়ার বাসিন্দা মো. মিন্টু মিয়া (৫০) কে তার বড় ছেলে মো. জসিম উদ্দিন জনি (২৪) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মিন্টু মিয়ার ছেলে জসিম উদ্দিন জনি নিয়মিত নেশা করতো। আজ শুক্রবার (১০সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর সে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসে। এসময় পিতা মিন্টু মিয়ার সাথে তর্ক-বির্তক হলে এক পর্যায়ে জসিম তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। শেষ পর্যায়ে মিন্টু মিয়া আহত হয়ে মাটিতে পরে গেলে জসিম তখন পালিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন আহত মিন্টু মিয়াকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ এ কে এম পেয়ার আহমেদ বলেন, মিন্টু মিয়ার বড় ছেলে জসিম উদ্দিন জনি নেশাগ্রস্ত অবস্থায় তার বাবার সাথে তর্ক-বির্তক হলে এক পর্যায়ে জসিম তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বর্তমানে লাশটি আমাদের হেফাজতে আছে এবং জসিম উদ্দিন জনি কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন