চিকিৎসাধীন সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের এর পাশে পাহাড়ের শীর্ষ বৌদ্ধ ধর্ম গুরুরা

NewsDetails_01

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোয়াংছড়ি উপজেলার বড় ভান্তে সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের (৮৯) কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন পার্বত্য জেলার শীর্ষ বৌদ্ধ ধর্ম গুরুরা।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রবিবার (৬ নভেম্বর) সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথেরকে দেখতে কাপ্তাই চিৎমরম বিহারের বড় ভান্তে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বড় ভান্তে হাফসা, ডাক বাংলোর বড় ভান্তেসহ প্রায় ১০জন ভান্তে যান। এসময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা প্রবীণ ধর্মীয় গুরু সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের এর চিকিৎসার খোঁজ- খবর নেন। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রবীন এই ভান্তের যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন।

এই ব্যাপারে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, বৌদ্ধ ধর্মীয় গুরুর উন্নত চিকিৎসার জন্য আজ রোববার সকাল ১১ টায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং ভান্তের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

আরও পড়ুন