রুমায় উদ্যান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

NewsDetails_01

কৃষিই সমৃদ্ধি এ শ্লোগান-কে সামনে রেখে উদ্যান উন্নয়ন বিষয়ক চাষিদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

১৮নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. একে এম নাজমুল হক।

NewsDetails_03

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বালাঘাটা হল্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর।

আয়োজকরা জানান, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় চাষিদের ফলবাগান স্থাপন, পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি কৌশল এর উপর চাষিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরে অংশগ্রহণকারী ৬২জন চাষিদের মাঝে কদবেল, চালতা, আমড়া ও হারিভাঙ্গা আমের চারা বিতরণ করা হয়।

এছাড়াও আমেরিকান টুব্যাকো কোম্পানি এর আয়োজনে এই স্থানে “ পানি উৎস সংরক্ষনের জন্য জনসচেনতা অভিযান” শীর্ষকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. একে এম নাজমুল হক।

আরও পড়ুন