রুমায় সেনাবাহিনীর অভিযানে কাঠ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ফরেস্ট বাগান থেকে ৭৫ পিস ৫০ বর্গফুটে কাঠ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা বলে জানা গেছে ।

শনিবার(১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রুমা-বগালেক সড়কের শৈরাতং পাড়া ও প্রংফুমক পাড়ার পাশের ৩৫৩নং কোলাদি মৌজার পলি রেঞ্চের বাগান থেকে পাচারের উদ্দেশ্যে এ গাছ কেটে বিভিন্ন স্থানে স্তুপ করে রাখে দুর্বৃত্তরা ।

NewsDetails_03

রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম আকবর, পিএসসি, বলেন দুর্বৃত্তরা যাতে সরকারী সম্পদ পাচার করতে না পারে সেজন্য সেনাবাহিনীর অভিযান অব্যহত থাকবে ।

রুমা শ্রমিক লীগের সভাপতি চাইশৈহ্লা মারমা পাচারের জন্য শ্রমিক দিয়ে ওই গাছ কাটিয়েছে বলে অভিযোগ করে জানিয়েছে শ্রমিক শৈসা ও শৈলং খুমি।

তবে চাইশৈহ্লা মারমা এর সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কেটে পাচারের বিষয়টি অস্বীকার করেন ।

আরও পড়ুন