১৩ তম এস এ গেমসে অংশ নিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশ কারাতে দল

NewsDetails_01

নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমস (এস.এ গেমস) এ অংশ নিতে বাংলাদেশ কারাতে দল নেপাল যাচ্ছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার শাহজালাল বিমান বন্দর থেকে ২৩ জন খেলোয়াড় ও ৫জন কর্মকর্তার এই দলটি বাংলাদেশ ত্যাগ করবেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশন সূত্রে জানা গেছে, কারাতে দলটি আগামী ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নেপালে কারাতের বিভিন্ন ইভেন্টে খেলবেন। সফরকারী দলের মধ্যে রয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা।

NewsDetails_03

আরো জানা গেছে, এবারের এস.এ গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫৯৫ জন অ্যাথলেট। ২৭ ডিসিপ্লিনে ৩২৪টি সোনার জন্য লড়বেন ৭ দেশের অ্যাথলেটরা। রৌপ্য-ব্রোঞ্জ মিলিয়ে মোট পদক ১ হাজার ১৩৫টি। সবচেয়ে বেশি ৩৮টি সোনা থাকছে সাঁতারে। অ্যাথলেটিকসে ৩৬টি, তায়কোয়ান্দোতে ২৯টি, উশুতে ২২টি এবং ভারোত্তোলন, শ্যুটিং ও কুস্তিতে থাকছে ২০টি সোনা।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যশৈহ্লা পাহাড়বার্তাকে বলেন,আমাদের খেলোয়াড়রা বিগত সময়ের মতো যাতে কারাতে ইভেন্টে দেশের মুখ উজ্জল করতে পারে,তার জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন