চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৭ বছরের একজন পুরুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
স্থানীয় চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর পাবার পর আমরা এলাকায় এসেছি। সেখানে পুলিশ মোতায়েন থাকবে। বাসিন্দারা আপাতত কেউ ভবন ছাড়তে পারবেন না।
নগরের দামপাড়ার ১নং গলি এলাকায় ৬টি বিল্ডিং লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬টি বিল্ডিংয়ে প্রায় ৮০ পরিবার রয়েছে। ৬৭ বছরের এক পুরুষ করোনা আক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।