পাহাড়ের পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে মানবাধিকার কমিশনের গণশুনানি

NewsDetails_01

পাহাড়ের চলমানপরিস্থতির নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন।
আজ বুধবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হল হরু বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল আহমেদ এবং কমিশনের সদস্যবৃন্দের পরিচালনায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল আহমেদ।

NewsDetails_03

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের সাথে আলাপ করে আমরা বুঝতে পারছি পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা চাই একটি সমৃদ্ধশীল সোহার্দপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়ে উঠুক। সকল সম্প্রদায়ের মানুষ জন অসম্প্রদায়িক মতাদর্শে একই সাথে বসবাস করুক৷ এই লক্ষ্যে সকলের মতামতের সুপারিশ মালা আমরা সরকার কে প্রেরণ করবো।

এতে উপ‌স্থিত ছি‌লেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মো. সেলিম রেজা, কংজরী চৌধুরী সহ তিন জেলার সর্বস্ত‌রের সাধারণ মানুষ।

আরও পড়ুন