রাঙামাটি সদর হাসপাতালে করোনা সন্দেহে প্রথম এক রোগীকে ভর্তি করা হয়েছে। রোগীর বয়স ৫৫ বছর। আজ রবিবার (১২এপ্রিল) সকালে চিকিৎসা নিতে আসলে করোনা সন্দেহে তাকে হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি শহরের রুপনগর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: গোলাম মোস্তফা।
জানা যায়, ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসাপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ওই রোগীর মধ্যে করোনার বেশ কিছু লক্ষণ থাকায় আইসলোশনে রাখা হয়।
করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: গোলাম মোস্তফা বলেন, বিশেষভাবে ওই রোগীকে হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকবৃন্দ তার স্বাভাবিক চিকিৎসা চালু রেখেছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আর এমও ডা.শওকত আকবর জানান, ইতোপুর্বে করোনা সন্দেহের ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসায় নিয়োজিত নার্সদের আলাদা করে রাখা হয়েছে। ওই ব্যক্তির রিপোর্টের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।