অর্পন চাকমাকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জা‌নিয়েছে ইউ‌পি‌ডিএফ

NewsDetails_01

অর্পন চাকমাকে বিচার বহির্ভুতভাবে হত্যা করা হয়েছে দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

ইউপিডিএফ সদস্য বাবুছ চাকমা ওরফে অর্পনকে (৩১) কথিত নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বিচার বহির্ভুতভাবে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে অবিলম্বে এ ধরনের বিচার বহির্ভুত হত্যা,অন্যায় দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার দাবি জানান।

NewsDetails_03

ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত,আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলার মাইসভাঙ্গা এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে, এসময় অর্পন চাকমা নিহত এবং অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

আরও পড়ুন