আলীকদমে পাহাড়বার্তা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

NewsDetails_01

সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে পাহাড়ের দর্পণ পাহাড়বার্তা হোক সারাদেশের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল। শুরু থেকে পার্বত্য অঞ্চলে সমস্যা- সম্ভাবনার সংবাদ প্রকাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছে পাহাড়বার্তা। বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়বার্তা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।

এসময় তিনি আরো বলেন, বান্দরবানে প্রগতিশীল সংবাদ কর্মীদের মধ্যে পাহাড়বার্তা’র সম্পাদক সাদেক হোসেন চৌধুরী অন্যতম। পাহাড়বার্তা অনলাইন নিউজ পোর্টাল আমাদের চোখ খুলে দিয়েছে ,আমরা এখন মহুর্তে পার্বত্য এলাকার বিভিন্ন সংবাদ পাচ্ছি। আমরা আশাকরি এই অনলাইন নিউজ পোর্টাল আরো এগিয়ে যাবে এবং পার্বত্য এলাকার শিক্ষা,স্বাস্থ্য ও উন্নয়ন নিয়ে বেশি বেশি সংবাদ প্রকাশ করবে।

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে আলীকদম অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দামতুয়া ইন এর সভাকক্ষে এসে সমবেত হয়। পরে এক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় কেক কেটে পাহাড়বার্তা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অনুষ্টানের প্রধান অতিথি আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

NewsDetails_03

এসময় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদ ইকবাল, পুরুষ ভাইস চেয়ারম্যান মো: কফিল উদ্দিন,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন,আওয়ামী লীগ সহ-সভাপতি মো. জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা আ.ফ.ম সাদেক হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো.নাছির উদ্দিন,৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান,ফোগ্য র্মামা,৪নং করুপ পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো,পাহাড়র্বাতা’র বিশেষ প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হাসান মাহমৃুদ,অনুষ্টানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলার পাহাড়বার্তা’র প্রতিনিধি জয়দেব রানা ।

অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল বলেন,পাহাড়বার্তা অনলাইন নিউজ পোর্টাল দিন দিন জনপ্রিয় হচ্ছে,তবে আমাদের সকলকে এই জনপ্রিয়তা ধরে রাখতে হবে। বিভ্রান্তমুলক কোন সংবাদ প্রকাশ থেকে আমাদের বিরত থাকতে হবে।

প্রসঙ্গত,সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী সম্পাদনায় ২০১৭ সালে ১১ আগস্ট তিন পার্বত্য জেলায় প্রথম সূচনা হয় পাহাড়বার্তা,আর দীর্ঘ ২বছরের পথ পাড়ি দিয়ে জনগণের ভালোবাসায় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা এখন পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে।

আরও পড়ুন