কাপ্তাইয়ে ইসকনের আয়োজনে সেমিনার

NewsDetails_01

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) রাঙামাটি জেলার কাপ্তাই শাখার ইয়ুথ ফোরামের উদ্যোগে আজ শুক্রবার(২২ নভেম্বর) বিকেলে “অভ্যাসের শক্তি” বিষয়ক সেমিনার এবং শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই লগগেইট কালি বাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যংকের সহকারী পরিচালক শ্রীমান রাঘব কীর্তন দাস। মূলপ্রবন্ধে তিনি শিক্ষার্থীদেরকে অসৎ কর্ম হতে বিরত, মাদকগ্রহন হতে বিরত, সৎ পথে উপার্জন এবং মানুষের কল্যানে নিজেদের আত্মোৎর্সগ করার পরামর্শ প্রদান করেন। পরে শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।

NewsDetails_03

এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। বলদেব ভয়েস কাপ্তাই উপজেলা শাখার ইনচার্জ যুব প্রচারক ও কাউন্সিলর রুপেশ্বর নিতাই দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। অনুষ্টানে আর্শীবাদক হিসাবে উপস্হিত ছিলেন চট্রগ্রাম নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের যুগ্ম সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রক্ষচারী।

ইসকনের শ্রীমান সংকীর্তন গৌরদাস প্রভুর সঞ্চালনায় এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই কৃষ্ণবলরাম নাম হট্ট সংঘের সত্যরূপ কৃষ্ণ দাস, বিএসপিআই এর ইনষ্ট্রাকটর কৃষ্ণ কমল রায়, ডা. কল্যাণ চৌধুরী, কাঞ্চন চৌধুরী প্রমুখ।

এর আগে কাপ্তাই ইসকন ইয়ুথ ফোরামের শিল্পিদের পরিবেশনায় নৃত্যানুষ্টান অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করেন।

আরও পড়ুন