থানচিতে সাঙ্গু ইট ভাটায় কাঠ পোড়ানো দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান ও থানচি উপজেলা
প্রশাসনের যৌথ আয়োজনে আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে থানচির হেডম্যান
পাড়ায় অবস্থিত সাঙ্গু ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান চালিয়ে ৪০
হাজার টাকা জরিমানা করেছে ।

পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সিনিয়র কেমিষ্ট একেএম সমিউল আলম খুর্শি
বলেন, থানচিতে সরকারি ভাবে অভ্যন্তরীণ যোগাযোগে রাস্তা, সড়ক,বিভিন্ন ভবন অবকাঠামো উন্নয়নের ব্যাপক ভাবে কাজ চলমান রয়েছে, আর তা বাস্তবায়ন ক্ষেত্রে ইট ভাটার প্রয়োজনীয়তা রয়েছে। তবে কাঠ পুরানো যাবেনা, তা সংশ্লিষ্টদের সরকারি নীতিমালা অনুসরন করা বাধ্যতামূলক। তিনি আরো বলেন, সেখানে অনুমতি ছাড়া কাঠ পুরানো হয়েছে তাই জরিমানা করা হয়েছে।

NewsDetails_03

সাঙ্গু ইট ভাটা মালিক আনিসুর রহমান সূজন বলেন, এলাকার কিছু লোকের ছেলে
মেয়ে ঢাকা,চট্টগ্রামসহ বান্দরবানে লেখাপড়া করছে, তাদের লেখাপড়ার খরচ চালানো জন্য কয়েকজন লাকড়ি (কাঠ) বিক্রি করছে, আর এই লাকড়ি ব্যবহার করতে গিয়ে জরিমানা দিতে হয়েছে আমাদের।

এ সময় মোবাইল কোট পরিচালনা করেন থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, বান্দরবান পরিবেশ অধিদপ্তরে সিনিয়র কেমিষ্ট একেএম সমিউল আলম খুর্শি, ইনিষ্পেক্টর আবদুল সালাম, থানচি থানা এ এস আই মোশারফ হোসেন
প্রমূখ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন