পার্বত্য জেলা পরিষদকে ক্ষমতায়ন করতে রাঙামাটি প্রেসক্লাবের সহায়তা কামনা

NewsDetails_01

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে এ স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, পেশাদার সাংবাদিকদের সাথে পাশে থাকবে পার্বত্য জেলা পরিষদ। জেলা পরিষদকে ক্ষমতায়ন করতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগীতা চান চেয়ারম্যান।

NewsDetails_03

স্বাক্ষাতকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। এ প্রেসক্লাবের বাইরে কেউ প্রেসক্লাবের পরিচয় দিলে তা হবে প্রতারণা। রুবেল আনোয়ারের তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না, এদের হাতে কোন গণমাধ্যম নেই।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ সভাপতি মিল্টন বড়ুয়া, কামাল উদ্দিন, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিময় চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, দপ্তর সম্পাদক বিজয় ধর, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আরও পড়ুন