পার্বত্য মন্ত্রীর সাথে তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে তিন পার্বত্য জেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যানরা শুভেচ্ছা বিনিময় করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২১ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

NewsDetails_03

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দ্যেশে বলেন, পার্বত্য শান্তিচুক্তির আলোকে তিন পার্বত্য জেলার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যার যার অবস্থান থেকে ভূমিকা রেখে পার্বত্য জেলাকে দেশের মডেল জেলা হিসাবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন