ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহতের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে দুর্বৃত্তের গুলিতে ভূমি রক্ষা কমিটির সভাপতি স্ত্রী মোর্শেদা বেগম নিহতের ঘটনায় আজ রোববার (১৬ আগস্ট) সকালে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সমাবেশ থেকে ইউপিডিএফ ও জেএসএস এর সশস্ত্র গ্রুপকে এ ঘটনার জন্য দায়ী করে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়।

গত শুক্রবার মধ্যরাতে দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বসতবাড়িতে ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী মোর্শেদা বেগম নিহত ও ছেলে মো. আহাদ আহত হয়। সোনামিয়া টিলার ৮১২ পরিবারের ভূমি অধিকার নিয়ে আন্দোলন করে আসছে সংগঠনটি।

আরও পড়ুন