রাঙামাটি আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম সভা

NewsDetails_01

পুর্নাঙ্গ কমিটি ঘোষনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে নতুন কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

NewsDetails_03

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় সভায় নব গঠিত উপদেষ্টা পরিষদ ছাড়াও জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাওয়া সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার, এমপি নতুন কমিটির সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাহাড়ে অভুতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের এই উন্নয়নকে তরান্বিত করতে অতীতের মতই দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত রাঙামাটি জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদনের পর ২ এপ্রিল প্রথম সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন