রাজস্থলীতে মাতপর্স ওয়ার্ল্ড এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NewsDetails_01

সরকার অনুমোদিত মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপস্) এর আজ ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং দেশে-বিদেশে সকল জেলা উপজেলার নিয়মে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপর্স ওয়ার্ল্ড) এর কমিটির সদস্যরা ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

১লা জানুয়ারি রবিবার বিকাল ৪ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের রুপন দত্ত মার্কেটে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপর্স ওয়ার্ল্ড) এর অফিস রুমে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

NewsDetails_03

রাজস্থলী মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়ার্ল্ড) এর সভাপতি -নজুরুল ইসলাম এর সভাপতিত্বে ও (মাতপর্স ওয়ার্ল্ড)এর সাধারণ সম্পাদক-মোঃহাবীবুল্লাহ মিসবাহ
সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, তিন পার্বত্য জেলার প্রধান সমন্বয়ক মোঃ আবু ইছা রিপন, সহ সমন্বয়ক মোঃ সুমন, মাতপর্স ওয়ার্ল্ড এর রাঙ্গুনিয়ার সভাপতি মোঃ ইদ্রিস,রাজস্থলী মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপর্স ওয়ার্ল্ড)এর সিনিয়র সহ-সভাপতি ঊ,কন্সালা ভিক্ষু (ভান্তে),সহ-সভাপতি সন্তোষ শীল, মোঃ নজুরুল ইসলাম ২,মোঃ কায়েস তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কান্তি নাথ (সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক বিভু সেনসহ অনেকে।

এসময় উপস্থিত বক্তারা বলেন, মানবাধিকার দৃশ্যতঃ মানবতাকে রক্ষা করা, মানবতাকে সুসংত করা ও মানবিক গুনাবলীর সম্মিলন ঘটানো। বিপন্ন, সুবিধা বঞ্চিত, অবহেলিত পক্ষান্তরে নির্যাতিত মানব কুলের পক্ষে কাজ করে আমরা সফল হবো।

আরও পড়ুন