রোয়াংছড়িতে হত্যাকান্ডের ঘটনায় বান্দরবান আওয়ামী লীগের নিন্দা

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উথোয়াইনু মারমাকে গুলি করে হত্যা ও তার স্ত্রী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লক্ষীপদ দাস।

NewsDetails_03

এক বিবৃতিতে তারা বলেন, সংগঠনের নিবেদিত নেতাকর্মীদের টার্গেট করে একের পর এক হত্যাকান্ডে সংগঠনের নেতাকর্মীরা আতংক, উদ্বেগ- উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। হামলার ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ খুবই জরুরী। না হয় আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের যে অকুন্ঠ সমর্থন তা শংকা ও বাঁধাগ্রস্ত হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে সম্প্রীতির জেলা পার্বত্য বান্দরবানে। সম্প্রীতি ও সুন্দর পরিবেশ বিনষ্ট করার জন্য যারা এ ধরনের সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হচ্ছে তাদের জরুরী ভিত্তিতে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন