রুমায় দিনব্যাপী স্কাউটস ওরিয়েন্টেশন

NewsDetails_01

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ৩১৯তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় বান্দরবানের রুমা উপজেলা অডিটোরিয়ামে রুমা উপজেলার বাংলাদেশ স্কাউট ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশন কোর্স উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।

NewsDetails_03

বাংলাদেশ স্কাউটস ওরিয়েন্টেশন কোর্সের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের লিডার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন, ইউআরসি ইস্টাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত।
পরে ৪৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকেরা এই ওরিয়েন্টেশনে স্বত; স্ফূর্ভাবে অংশগ্রহণ করেন।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে বিস্তারিত আলোচনা করেন কোর্সের প্রশিক্ষক ও মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, এই ওরিয়েন্টেশন কোর্সের অংশগ্রহণকারী শিক্ষকেরা পরবর্তীতে ৫দিনের স্কাউটস মৌলিক প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহনের সুযোগ পাবে। এ মৌলিক প্রশিক্ষণটি বান্দরবান সদরে অনুষ্ঠিত হবে জানালেন প্রশিক্ষক আক্তার হোসেন।

আরও পড়ুন